মৌলভীবাজার সংবাদদাতা।। শহীদ মিনার সংলগ্ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অধিগ্রহণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নির্মাণ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার, ২৯ জানুয়ারি সকাল ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত সমাবেশে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু তালেবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ২০১১-১২ সেশনের প্রাক্তন শিক্ষার্থী সজিবুল ইসলাম তুষার।
সভায় সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী পিণাক দেব এবং বিশ্বজিৎ নন্দী।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এস এম সাহাবি, রিফাত আহমেদ, সাহেদ ভূঁইয়া আকিল, সৌরভ, ইমাদ আহমেদ, নবম শ্রেণির মাহতাবুল ইসলাম উদয়, মো. হাদি ও প্রমুখ।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে শিক্ষা প্রকৌশল কার্যালয় স্থানান্তরের দাবি তুলেন। সেখানে কার্যালয় নির্মাণ হলে শহীদ মিনার এবং বিদ্যালয়ের খেলার মাঠের কী কী ক্ষতি হতে পারে তা তুলে ধরেন।