1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিজয় দিবস পালনের আরো খবর - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিজয় দিবস পালনের আরো খবর

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৪৯ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রেসক্লাবে কবিতায় বিজয়ের উচ্চারণ

মৌলভীবাজার প্রতিনিধি॥ “কবিতায় বিজয়ের উচ্চারণ” শিরোনামে বিজয় দিবসের শেষ প্রহরে মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজন করে কবিতা পাঠের আসর। শুধু কবিতা পাঠেই শেষ নয় অনুষ্ঠানের মনোগ্রাহী আবেদন।
কবিতা পাঠের পর্যায়ক্রমিক ধারায় সাহিত্য ও কাব্য তথ্যের নানা অনুসঙ্গ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, লেখক সরওয়ার আহমদ। এর সাথে শিল্পী তমাল ফেরদৌস দুলালের গাওয়া গানে মুগ্ধ হোন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
কবি ও সাংবাদিক সালাহউদ্দিন ইবনে শিহাবের সাহিত্যরসে ভরা প্রাঞ্জল উপস্থাপনায় এবং প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে কাব্য চর্চায় নিবেদিত সাংবাদিকদের অনেকে স্বরচিত, কেউ কেউ গুণী কবির কবিতা পাঠ করেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুজাহিদ আহমদ, নূরুল নাভেদ, আহমদ আফরোজ, সালেহ এলাহী কুটি প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।
দর্শক-শ্রোতা হিসেবে প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ


জাকির হোসেন॥
একটি বাংলাদেশ তুমি আমার অহংকার সারা বিশ্বের বিষ্ময় তুমি জাগ্রত জনতার এই স্লোগান কে সামনে নিয়ে ৪৯তম মহান বিজয় দিবস-২০২০ ইং উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম আজ ১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম শেফুল সাধারণ সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম, আমিনুল ইসলাম বাবর, সহসভাপতি জেলা সাংবাদিক ফোরাম,দুরুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম,আতাউর রহমান চৌধুরী , ক্রিড়া সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম,মোঃ জাকির হোসেন কোষাধ্যক্ষ জেলা সাংবাদিক ফোরাম,শেকুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম,বেলাল,তালুকদার জেলা সাংবাদিক ফোরাম, শাহ নেওয়াজ চৌধুরী সুমন, প্রচার সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম,রুমান আহমদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেলা সাংবাদিক ফোরাম ও মামুনুর রশীদ চৌধুরী মসু সদস্য জেলা সাংবাদিক ফোরাম।

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

নাসির উদ্দীন আহমদ॥  প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সভাপতি অসিত দেব, যুগ্মসাধারণ সম্পাদক এম. মোখলেছুর রহমান ও মৌলভীবাজার জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ সুফিয়ান মিয়া, মৌলভীবাজারসদর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস শহীদ ও রাজনগর সদর ভূমি অফিসের অফিস সহায়ক মনোরঞ্জন দেবনাথ যথারীতি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ স্বাধীনতা যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে পরম শ্রদ্ধায় নিবেদন করা হয়।
সাপ্তাহিক ‘মুক্ত কথা’র স্টাফ রিপোর্টার কবি, সাংবাদিক রিপন কান্তি ধর রুপক এক লাইভ অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন কবি সমাজসেবক, অসিত দেব, এম.মোখলেছুর রহমান, মোঃ সুফিয়ান মিয়া, আব্দুস সহিদ ও মনোরঞ্জন দেবনাথ।
অসিত দেব বলেন-” বাংলা বাঙালির জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয়, এ বিজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি নির্দিষ্ট একটি ভূখণ্ড -স্বাধীন দেশ বাংলাদেশ, পেয়েছি লাল-সবুজ আমাদের গর্বের পতাকা। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমাদের রাস্তাঘাট বিভিন্ন অবকাঠামো তৈরি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমরা আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠছে, তথ্যপ্রযুক্তিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এজন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মহান মুক্তিযুদ্ধে যাঁরা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন তাঁদেরসহ বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত, সমাজতান্ত্রিক দুনিয়া ও তৃতীয় বিশ্বের স্বাধীনতা প্রাপ্ত, স্বাধীনতাকামী রাষ্ট্রসমূহকে কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT