ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
অভিষেক ও সনদ প্রদান
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ‘২৫ এবং যুক্তরাজ্যের মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের সম্মাননা স্বরুপ ইউকেবিআরইউ সনদ ‘২৪ প্রদান করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজনদের উপস্থিতিতে এই সরব অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারী, ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট, সত্যবাণীর রিপোর্টার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল এসাইনমেন্ট এডিটর আনসার আহমদ উল্লাহ এর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে ২০২৫ খ্রিস্টাব্দের ইসিকমিটিকে পরিচিতি ও স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন তিনি।
পরে নতুন ইসি কমিটির সভাপতি জগন্নাথপুর টাইমস ডটকো ডট ইউকের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী, ৫জন সাংবাদিকের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যের দীর্ঘদিন যাবত সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, মেইনস্টিম মিডিয়ায় আইটিভি নিউজ এর ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পাশাকে ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। যুক্তরাজ্যে ইউটিউভ অনলাইন চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ উত্তম বেস্ট অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ‘২৪ পেলেন রানার টিভির আ স ম মাছুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে সারা বছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ ‘উত্তম অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার ও বছরের সেরা সাংবাদিক ‘২৪’ পেলেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।
ইউকে বিআরইউ পুরস্কার প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী।
কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রাহমান, এডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন।
সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, এডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠ জাতীঁয সঙ্গীত পরিবেশন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী॥
শাহরিয়ার কবীর, সামছুদ্দীন চৌধুরী মানিক ও শমী কায়সারের মুক্তি দাবী
১৯ জানুয়ারী লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যেগে সংগঠনের ৩৩তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সভায় বক্তারা বলেন, যে যুদ্ধ আজ থেকে ৩৩ বছর আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বেযে যুদ্ধটা শুরু হয়েছিল বাংলাদেশে, সেটি আমরা সম্পূর্ণ করতে পারি নাই।সেই যুদ্ধটা আজ ব্যাপক ভাবে আবার ফিরে এসেছে, শুধুযুদ্ধাপরাধীদের বিচার নয়, এবার পুরো মুক্তিযুদ্ধই আক্রান্ত হয়েছে। যে কোন দেশেই নানা ভাবে সরকারের পরিবর্তন হতে পারে। কিন্তদেশের ইতিহাস ঐতিহ্য ,স্বাধীনতার স্মারক কখনো আক্রান্ত হয়না।
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উন্মুক্ত আস্ফালন শুরু হয়েছে দেশজুড়ে। দেশ, সংবিধান, জাতির পিতা থেকে সাধারণ মুক্তিযোদ্ধারাসবাই আজ আক্রান্ত। নতুন স্বাধীনতার নামে আজ স্বাধীনতার অস্থিত্বই বিপন্ন। তাই দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতেহবে।মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে, ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মীশাহরিয়ারের কবীরের নামে মিথ্যা হত্যা মামলার নিন্দা জানানো হয়। শাহরিয়ার কবীরকে গ্রেফতারের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদেরপক্ষে জাতিকে বার্তা দিতে চাইছে বলে মনে করেন। অনতি বিলম্বে শাহরিয়ার কবীর সাবেক বিচারপতি সামছুদ্দীন চৌধুরী মানিক ওশহীদ সন্তান শমী কায়সারের মুক্তির দাবী জানান।
যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রাজ এর পরিচালনায় বক্তব্য রাখেনবীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান , কেন্দ্রীয় কমিটর সহকারী সম্পাদক তাপস কান্তি বল, আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি নিলুফা হাসান, যুক্তরাজ্য নির্মুল কমিটির প্রতিষ্ঠিতা সদস্য স্বাধীন খসরু, নাজনীন সুলতানা শিখা, ড. রায়হান রশীদ, সত্যব্রত দাশ স্বপন, সাংবাদিক আনাস পাশা, মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাজহার, ড: শাহনেওয়াজ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি জামাল আহমেদ খান, সাংবাদিক আ স ম মাসুম, জাসদ নেতা মুজিবুল হক মনি, ড. আনিসুর রহমান আনিস, নজরুল ইসলাম অকিব, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি নাজমা হোসেন, যুগ্ম সম্পাদক শাহ মুস্তাফিজুররহমান বেলাল, সাংবাদিক ঈশা খান রাসেদ , নাগিফ সালভাহ , জেসমিন চৌধুরী প্রমুখ।