1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই

মতিয়ার চৌধুরী
  • প্রকাশকাল : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭১১ পড়া হয়েছে

জীবনের ওপারে চলে গেলেন প্রগতিশীল রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম

লন্ডন: শুক্রবার ১৪ জুলাই

গতকাল শুক্রবার লন্ডন সময় সকাল ৯টায় সন্ট্রোল লন্ডনের সেন্ট বাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৯ বছর।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শাহ এনাম ১৭ বছর বয়সে জন্মস্থান বগুড়া শহরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা শাহ এনামকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার চিকিৎসার জন্য বুলগেরিয়ায় পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি লন্ডনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাহ এনাম ব্রিটেনে নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে গেছেন।

মৃত্যুকালে শাহ এনাম স্ত্রী, দুই পুত্র এক নাতি, এক নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শাহ এনামের প্রথম পুত্র জাপান থেকে দেশে ফিরে আসার পর তাকে সমাধিস্ত করার ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT