মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান। সদর উপজেলা সমাজসেবা অফিসার জোবায়েদ আহমদ এর সঞ্চলনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো:তোফায়েল ইসলাম। সেমিনারের শুরুতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মোত্তাকিন। বক্তব্য রাখেন জেলা যুব
উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো: মিজানুর রহমান, নজরুল ইসলাম মুহিব, মু.ইমাদ উদ-দীন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, হরিজন প্রতিনিধি কান্তি লাল ভাস্কর, বেদে জনগোষ্ঠির প্রতিনিধি শিউলী আক্তার, দলিত জনগোষ্ঠির প্রতিনিধি সাধন রবি দাশ, মিলন রবি দাশ প্রমুখ। সেমিনারে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।