মুক্তকথা সংবাদকক্ষ।। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের প্রেক্ষিতে দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
জানা যায়, গত ২৬ অক্টোবর ঢাকার গুলশান থানায় মইনুল হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে।
গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াতের এজেন্ট বললে তিনি একজন সাংবাদিককে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ নিয়ে ফেসবুকে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন ওই সাংবাদিক। ডেইলি ষ্টার অনলাইন আজ এ খবর দিয়েছে।