মৌলভীবাজার প্রতিনিধি।। ভ্রাম্যমান আদালতের অভিযান। ৬৫টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায়। মৌলভীবাজারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মিলে বুধবার পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। মাস্ক পরিধান ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টে ৬৫টি মামলা দায়েরসহ মোট ৩৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
রাজনগর সহকারি কমিশনার(ভূমি) ঊর্মি রায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৫টি মামলায় ৫ হাজার ৬শ টাকা জরিমানা, মৌলভীবাজার শহরে পৃথক অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭টি মামলায় ৪ হাজার ৪শ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেছার আহমদ একই ধারায় ১৩টি মামলায় ৯ হাজার ৫শ টাকা জরিমানা, একই ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ৯টি মামলায় ৬ হাজার ৫শ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ৪টি মামলায় ১ হাজার ১শ টাকা,মৌসুমী আক্তার ৫টি মামলায় ৫শ টাকা, মোঃ রফিকুল ইসলাম ৫টি মামলায় ৩ হাজার ৮শ, অর্নব মালাকার ৭টি মামলায় ২ হাজার ৯শ টাকা ও শামীমা আফরোজ মারলিজ ৩টি মামলায় আরো ৬শ টাকা জরিমানা করেন।