মুক্তকথা সংবাদকক্ষ।। “বাংলাদেশ জাসদ”, মৌলভী বাজার জেলার উদ্দ্যোগে কেন্দ্রীয় কার্যকরি সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটি ও ত্রাণ পূর্ণবাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভী বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র, প্রয়াত জনাব মইন উদ্দিন খান বাদল(এম পি) স্মরণে স্থানীয় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সম্মুখে নাগরিক শোক সভা অনুষ্টিত হয়।
উক্ত নাগরীক শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ’এর মৌলভীবাজার জেলা সভাপতি জনাব আ স ম ছালেহ সোহেল এবং সভা পরিচালনা করেন জেলা যুগ্ম-সম্পাদক জনাব হাসান আহমদ রাজা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ’এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব হোসেইন আহমদ তফসির। আরো বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ি সমিতির সেক্রেটারী জনাব ময়নুল ইসলাম শামিম, জে এস ডি’র জেলা সাধারন সম্পাদক জনাব আহসান উদ্দিন চৌধুরি সুইট, মৌলভী বাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু অজয় সেন, নাট্যকার আব্দুল মতিন, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নেহার বেগম, জনাব শফিক মিয়া, বাসদ নেতা এড, ময়নুর রহমান মঘনু, ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলির সদস্য জনাব সৈয়দ আমিরুজ্জামান, জেলা জাসদ নেতা অপু প্রেন্টিস, যুক্তরাজ্য থেকে আগত বাংলাদেশ জাসদ নেতা সাইদুর রহমান ভোমর, যুবজোট জেলা সাঃ সম্পাদক জনাব সোহেল সামাদ খান পলাশ, জেলা ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন খান সহ ১৪ দল ও জাসদ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগন কালুর ঘাট সেতু মরহুম মঈন উদ্দিন খান বাদল (এমপি)র নামে ঘোষণা দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।