মুক্তকথা সংবাদকক্ষ॥ বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, দিন-রাতে প্রতি সময়ের নামাজে মসজিদে সর্বোচ্চ ২০জন নামাজে অংশ নিতে পারবেন। রোজা উপলক্ষে এটি একটি জরুরী বিজ্ঞপ্তি। জারী করেছেন বাংলাদেশ ধর্মমন্ত্রণালয়ের সমন্বয়ক শাখা। |