মুক্তকথা সংবাদকক্ষ।। আজকের দিনটি নমিতা বুনার্জির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজকের পর থেকে জরাজীর্ণ কুড়েঘরে, ঝড়-বৃষ্টিতে আর কষ্ট হবেনা তার। নমিতা বুনার্জি তার পরিবার নিয়ে আজ থেকে বসবাসের জন্য নতুন পাকা ঘরে উঠবেন।
“মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না” -মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যাণ পরিষদ, মৌলভীবাজার সদরের অর্থায়নে, চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় নমিতা বুনার্জির জন্য নির্মিত ঘরটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর জনাব মোঃ শরিফুল ইসলাম, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। সূত্র: মো: রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার