1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাদকাশক্তি থেকে যুব সমাজকে রক্ষাকল্পে আলোচনা সভা - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

মাদকাশক্তি থেকে যুব সমাজকে রক্ষাকল্পে আলোচনা সভা

নুরুল আমীন রাহিন॥
  • প্রকাশকাল : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৮৭২ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ “সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস” এই স্লোগানকে সামনে রেখে ‘জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার’এর সদর উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার ২২ মার্চ ২০২১ইং, অনুষ্ঠিত হলো আলোচনা সভা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শহরতলী পশ্চিম কুসুমবাগ টেক্সি স্ট্যাণ্ডের সন্নিকটে বেলা ২টায় অনুষ্ঠিত উক্ত আলোচনার বিষয়বস্তু ছিল- ‘যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা কল্পে আমাদের করণীয়’ শীর্ষক প্রতিপাদ্য।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে আমাদের যুব সমাজে মাদক সেবন ও নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা অধিকমাত্রায় বেড়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে মাদক এখন এই শহরে আমাদের কোমলমতি কিশোর যুবকদের শিক্ষাঙ্গনে ঢুকে পড়েছে। এর ভয়বহতা সমাজের জন্য এক অশনি সংকেত। ভয়াবহ নেশা শুধু ব্যক্তি জীবনকেই নষ্ট করে তা’নয়। নেশা সভ্যতা ও সংস্কৃতিকেও বিপন্ন করে তোলে।

নেশার কারণে আমাদের শান্ত জনপদে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে গিয়ে সকল মানুষের জান-মাল ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। যৌন অশ্লিলতা ও অন্যান্য অপরাধ নেশার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
বক্তাগন আরো বলেন, ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ধর্মিয় স্থান বিশ্ববিদ্যালয়সহ পাড়া-মহল্লা ও এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে ঘৃণা প্রকাশের আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো: ফজলুল আলী, অধ্যক্ষ- মৌলভীবাজার সরকারি কলেজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: ফজলুর রহমান, মেয়র- মৌলভীবাজার পৌরসভা।
প্রধান বক্তা ছিলেন আলিম উদ্দিন হালিম, প্রতিষ্ঠাতা সভাপতি- জেলা যুব কল্যাণ সংস্থা, মৌলভীবাজার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- মাওঃ মুফতি শামছুল ইসলাম, অধ্যক্ষ- মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, গোলাম মর্তুজা- অফিসার ইনর্চাজ তদন্ত, মৌলভীবাজার মডেল থানা; ফয়ছল আহমদ- কাউন্সিলর, ৫ নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা; সৈয়দ সেলিম হক- কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা; আজাদুর রহমান অদুদ- সাধারণ সম্পাদক, ট্রাক-ট্যাংকলরী- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন; শেখ রুমেল আহমদ, পরিচালক- দি চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি, মৌলভীবাজার; নুরুল হক- সাধারণ সম্পাদক, জেলা যুব কল্যাণ সংস্থা, মৌলভীবাজার; ফয়েজ আহমদ- উপ-পরিদর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী- সভাপতি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, নাজমূল ইসলাম আলী- সভাপতি, পৌর কমিটি; কলেজ কমিটির যুগ্ন-আহবায়ক- শেখ হেলাল আহমেদ, সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শাহানা আক্তার ডলি।
এসময় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু আহাদ, আছাব আলী, মাসুক আহমদ, কামরুল আলম চৌঃ, জাহিদ আহমদ, কাজী রুহিন আহমদ, মতিউর রহমান শিমূল, দেলোয়ার হোসেন।
জেলা কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি- ইকবাল, বাছন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক- মান্না আহমদ(মজনু); সহ-সাংগঠনিক সম্পাদক- এড. শফিকুল ইসলাম,‌ আব্দুল আমিন- সহ মানবাধিকার সম্পাদক, নজমূল খান।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- খালিক মিয়া, জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ ওয়াহিদ আহমদ; নজরুল ইসলাম, মোশাহিদ আহমদ, তারেক হুসেন; রকিবুল হাসান রাকিব, জাহেদুল ইসলাম পাপ্পু, আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন- নুরুল আমিন রাহিন, হামিদুল ইসলাম, আবুল কাসেম আসাদ; কামরুল ইসলাম, মিজানুর রহমান মিজু, তারেক আহমদ; রায়হান মিয়া, জুনেদ আহমদ, সায়েদ আহমদ শিমুল; শেখ কামরুল হাসান শাওন, রুপক বৈদ্য, টিপু আহমদ; শেখ সাগর আহমদ, স্বচ্ছ বৈদ্য, রুমান মিয়া; অপু মিয়া, সোয়েব আহমদ, আব্দুল্লাহ আল মামুন; সুমেল আহমদ, ওয়ায়েছ মিয়া, ইমন মিয়া; মুরছালিন আহমেদ তানিম, শেখ রেজওয়ান হুসেন জাকারিয়া, সুফুল মিয়া; মিসবাহুর রহমান মুহিব, সেজুল হুসেন, মাহমুদ হাসান; সাইদুল ইসলাম নাইম, রুবেল আহমদ, তরিকুল ইসলাম তানিম; মোঃ নাজমুল ইসলাম মাহফুজ, ময়নুল ইসলাম টিটু, আশরাফ আহমেদ তুহিন; সামাস আহমদ, কামরান আহমদ, দ্বীপ জয় পাল টনি; আব্দুর রহিম প্রমূখ।
হাফিজ ওয়ায়েছ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় সভাপতিত্ব করেন- ওলিউল ইসলাম নিজাম এবং পরিচালনা করেন জুবেদ মিয়া ও মোহাম্মদ আলী টিপু।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT