লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান প্রবেশদ্বারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র বিরল উদ্ভিদ আফ্রিকান ‘টিকওক’ গাছটি মারা গেছে। সম্প্রতি গাছটির পাথা ঝরে পরে এবং গোড়ায় পচন ধরে মারা যায়।
বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ১৬৭ প্রজাতির উদ্ভিদের মধ্যে আফ্রিকান টিকওক প্রজাতির উদ্ভিদ এটি। সম্প্রতি উদ্ভিদটির পাতা ঝরে পরে গাছটির গোড়ায় পচন সৃষ্টি হয়। যা দেখে ধারণা করা হচ্ছে উদ্ভিদটি মারা গেছে।
জানা গেছে, প্রায় ৮ফিট গোলাকার আফ্রিকান টিকওক উদ্ভিদটির উচ্চতা প্রায় ১৫০ ফিট। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকদের আর্কষণ ছিল এই বিরল উদ্ভিদটির দিকে। সম্প্রতি উদ্ভিদটির পাতা ঝরে গেলে বন বিভাগের নজরে আসে। |