1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে কিশোরী ধর্ষনঃ এখনো গ্রেফতার হয়নি ৪ ধর্ষক - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

মৌলভীবাজারে কিশোরী ধর্ষনঃ এখনো গ্রেফতার হয়নি ৪ ধর্ষক

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭
  • ৭৪৬ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস: বুধবার, ১৯শে পৌষ ১৪২৩।। মৌলভীবাজার সদর উপজেলার ভাদগাঁও (বিলবাড়ি) গ্রামের তেরো বছরের কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের ১১দিন অতিবাহিত হলেও আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মূমুর্ষ অবস্থায় ওই কিশোরী সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছে বলে পুলিশ জানিয়েছে।

সে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁও গ্রামের আরশদ মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে তার মা’র সাথে ঘরের বাহিরে রান্না করছিল। প্রস্রাব করার জন্য ঘরের পিছনে গেলে ভাদগাঁও গ্রামের আদালত মিয়ার ছেলে মনাই ও ছখাই মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ তার পড়নের ওড়না দিয়ে মুখবন্ধ করে ও চোখ বেধে বাড়ির পার্শ্ববর্তী জমিতে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় তাদের সহযোগীতা করে একই এলাকার খতিবুল্লাহ ও তোয়াদ্দুর। এসময় সে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে সে হাওরের পার্শ্ববর্তী একটি বাড়ির উঠানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে”। মেয়ের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মনাই ও আব্দুল ওয়াহিদ ওই কিশোরীকে ধরে নিয়ে ধর্ষন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুসুধন রায় জানান, ওই ঘটনায় খতিবুল্লাহ ও তোয়াদ্দুর নামে দুই যুবক তাদের সহযোগীতা করেছে।  এ ঘটনায় মেয়ের বাবা আরশদ মিয়া বাদী হয়ে ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন (মামলা নং- ২৬,তাং-৩১/১২/১৬ইং)। মধুসুধন আরো জানান, আসামীরা এখনো গ্রেফতার হয়নি। গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT