এমদাদুল হক : গতকাল সোমবার, ১৬ নভেম্বর ২০২০ মৌলভীবাজার পুলিশ, সদর থানার আড়াইহাল এলাকায় এক অভিযান পরিচালনা করে তাস ও টাকা নিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে গ্রেফতার করে।
অভিযানের সময় ধৃতদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১১,৩৭১ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- নটপাড়া গ্রামের রুপা মিয়ার ছেলে মিজান মিয়া(৪০), বেকামুড়া গ্রামের(বর্তমান বাউরবাগে বসবাসরত)মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ রাসেল মিয়া(৩৫), বাউরবাগ এলাকার আজমান উল্লার ছেলে শফিক মিয়া(৪০); বেকামুড়া গ্রামের খালিক মিয়ার ছেলে খালেদ মিয়া(২৩), পশ্চিম বেকামুড়া এলাকার বাসিন্দা সমছু ইসলামের ছেলে জাহাঙ্গীর মিয়া(৩৫), বেকামুড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মতিন মিয়া(৫৫); বেকামুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল গনি(৬০), বেকামুড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ মাছেদ মিয়া ও শ্রীধরপুর এলাকার খলিল মিয়ার ছেলে হুমায়ুন আহমদ জসিম(৩০)।
মৌলভীবাজার সদর থানা এলাকায় জুয়া খেলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজে স্থানীয় লোকজন মৌলভীবাজার সদর থানা কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তায় করায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ ধন্যবাদ জানান। কোন প্রকার জুয়া ও মাদকের আসর বসলে তাৎক্ষনিকভাবে পুনরায় সদর থানা পুলিশকে অবহিত করার জন্য স্থানীয় সবাইকে অনুরোধ করেন। সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ(পিপিএম-বার)এর সরাসরি নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
|