নজরুল ইসলাম মুহিব।। মৌলভীবাজার, রোববার ১৪ই ফাল্গুন ১৪২৩।। নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি, এই স্লোগান নিয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সোমবার সকালে জেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ বিভাগের জেলা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীদুজ্জামান এর সভাপ্রতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পল্টি ফার্মের সভাপতি আব্দুল রহমান আশিক, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আ,ক,ম,শফিকুজ্জামান, সাংবাদিক সালেহ এলাহি কুটি প্রমুখ। এ উপলক্ষ্যে জেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে দিনব্যাপী প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত হয় এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শির্ক্ষাথীদের মধ্যে ডিম বিতরন করা হয়।