আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার: বুধবার ২২শে চৈত্র ১৪২৩।। মৌলভীবাজারে টানা দুইদিনের ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে শত শত একর কৃষকের সোনার ফসল বুরো মৌসুমের ধান। ঠানা এক সপ্তাহ ধরে জেলা সদরে অভিরাম বৃষ্টি হচ্ছে। দুইদিনের টানা বৃষ্টিপাতের ফলে কৃষকদের ফলানো সোনার ফসল তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে দুঃশ্চিন্তায় পড়েছেন বহু কৃষক।সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার খাইঞ্জার হাওরের শতশত একর ব্যুরোক্ষেত আকষ্মিক বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। এ অবস্থায় ফসল নষ্ট হওয়াতে ও বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় অনেক দরিদ্র কৃষক আধবেলা খেয়ে নির্ঘুম রাত পাড় করছেন।
এদিকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভারি বৃষ্টির পানি জমে থাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থা পৌর এলাকার সাধারণ লোকজনের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। শহরের ধরকাপন এলাকা, ইসলামবাগ, সবুজবাগ, কুসুমবাগ, গোবিন্দশ্রী, মোস্তফাপুর সড়ক, পাগুলিয়া, পূর্ব গীর্জাপারা ও ওয়াপদা সড়কের সড়ক ভবনের সামনের রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। রাস্তার পাশের ড্রেন দিয়ে ময়লা আবর্জনার স্থুপ তৈরি হওয়ায় তাতে বৃষ্টির পানি বের হতে পারছেনা। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে প্রচন্ড জনদূর্ভোগ। পানির উপর দিয়ে যেতে হচ্ছে ছোটবড় গাড়ি সহ বিভিন্ন প্রকার যানবাহন।