মুক্তকথা সংবাদকক্ষ।। গত ৭ই আগষ্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুষমা স্বরাজের নয়াদিল্লীস্থ বাসভবনে গিয়ে তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। প্রতিনিধিগন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বানসুরি স্বরাজের সাথে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন।
সুষমা স্বরাজের কন্যা, বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় সুষমা স্বরাজকে “বাংলাদেশের একজন ভাল বন্ধু” বলে সম্বোধন করে লিখেন যে মন্ত্রী সুষমা স্বরাজের সময়ে ভারত-বাংলাদেশের বন্ধুত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রেরিত বার্তায়ও উল্লেখ করেন।