মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। তাদের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার ৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগম এর সাথে পার্শ্ববর্তী একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এমতাবস্থায় গত কুরবানীর ঈদের পূর্বে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে। রোববার সকালে স্বামী ও শশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদেরকে ঘরে রেখে কাজের জন্য বাহিরে যান। এক পর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শশুর ফারুক মিয়া শ্বাষরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দীর্ঘ দিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি। রাজনগর থানার অফিসার ইানচার্জ বিণয় ভুষণ রায় বলেন, ঘটনার ৪ ঘন্টার মধ্যে স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।