রাজনগর থেকে লিখেছেন মো. ফরহাদ হোসেন।। মৌলভীবাজারের রাজনগরে রাতের আধাঁরে এক কৃষকের গর্ভবতী গাভী জবাই করে নিয়ে গেল একদল দূর্বৃত্ত। বেশ কিছুদিন আগে তিনি গরুটি বর্গা নিয়েছিলেন একই গ্রামের রশিদ মিয়ার কাছ থেকে। কষ্ট করে লালন-পালন করা তার শখের গাভীটি হারিয়ে বাকরুদ্ধ উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের কৃষক বাবুল মিয়া। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের বাবুল মিয়া একই গ্রামের রশিদ মিয়ার একটি ছোট গরু লালন-পালনের জন্য এনে ছিলেন। বেশ কিছুদিন হলো গাভীটি গর্ভবতী হয়েছে। প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাত ১১টার সময় খর দিয়ে গরুর ঘরের দরজা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন দরজা খোলা, গাভীটি নেই। গরুর পায়ের দাগ দেখে দেখে বাড়ির পিছনের নদীর ধারে এবং সেখান থেকে উত্তর দিকে আসেন। একটু সামনে আসতেই কবরস্থানের পাশে কয়েকটি কুকুরকে গরুর হাড় ও চর্বি নিয়ে টানাটানি করতে দেখেন। পাশে এসে দেখেন গরুর রক্ত, চর্বি, ভুড়ির গোবর পাশে পড়ে রয়েছে। বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক ও ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলুকে জানান। তারা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেন। পরে বাবুল মিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক বলেন, আমি জানার পর পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে গিয়েছি। সন্দেহভাজনদের নামও পুলিশ নিয়ে গেছে।