1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে সীমানা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেফতার ৩ - পাল্টা-পাল্টি মামলা, - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

রাজনগরে সীমানা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেফতার ৩ – পাল্টা-পাল্টি মামলা,

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৫১০ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। রাজনগর উপজেলার সোয়াব আলী গ্রামে সীমানা নিয়ে সংষর্ষে ৬/৭জন জখম হয়েছেন। এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। এক মামলায় গ্রেফতার হয়েছে ৩জন। জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সোয়াব আলী গ্রামে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল একই গ্রামের আয়না মিয়া ও খোরসেদ আলম এর সাথে। ওই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (১ মে) রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৬/৭জন আহত হন। সংঘর্ষের সময় আয়না মিয়ার মাথায় দা দিয়ে কুপ দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় খোরসেদ গং কর্তৃক হামলা চালিয়েছে বলে মকমল আলী, জুনেদ মিয়া,খোরসেদ আলম,মোমিন মিয়া,মজনু মিয়াসহ ১২জনের নাম উল্যেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেছেন আয়না মিয়া। অভিযোগ থেকে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আয়না মিয়াকে গালি গালাজ করলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে খোসেদ আলম দা দিয়ে আয়না মিয়ার মাথায় কুপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা এসে প্রচুর রক্ষরণ অবস্থায় তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এই ঘটনায় উভয় পক্ষের আরো ৬/৭জন আহত হন। এদিকে ওই ঘটনায় রাজনগর থানায় আয়না মিয়াসহ বেশ কজনকে আসামী করে মামলা করা হয়েছে। ওই মামলায় গত ৩ মে মিছবা (১৯),আলমাছ মিয়া (৪০) ও রেনু মিয়া (৩২)কে গ্রেফতার করে আদালতে পাঠান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব হোসেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT