মুক্তকথা সংবাদকক্ষ।। শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে রায়হান আনছারিকে বাসদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। আজ ২৮ আগস্ট ২০২০, শুক্রবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা কমিটি ও বর্ধিত ফোরামের এক জরুরি সভা জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদ মৌলভীবাজার জেলা বর্ধিত ফোরামের সদস্য রায়হান আনছারি কে দলের সকল প্রকার দায়দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ‘সোস্যালিস্ট পার্টি অব বাংলাদেশ’ মৌলভীবাজার ছাপযুক্ত ও আহ্বায়ক ময়নুর রহমান মগনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা বলা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি