প্রনিত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে বিরল প্রজাতির আফ্রিকান টিকওক গাছ। সম্প্রতি বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলে গাছটির গোড়ায় মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। এতে পড়ে যাওয়ার ঝুঁকির মাঝে রয়েছে গাছটি। গাছটিকে রক্ষার্থে নিবির রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আপাততঃ বিভাগীয় বন কর্মকর্তা, লাউয়াছড়া বিট কর্মকর্তা ও খাসিয়া পুঞ্জির প্রধানের(হেডম্যান) সহায়তায় বনেবসবাসকারী আদিবাসী খাসি যুবকদের ৩০জনের একটি দলের স্বেচ্ছাশ্রমে গাছটির গোড়ায় দিনব্যাপী মাটি ভরাটের কাজ করা হয়। এতে করে আপাততঃ গাছটি পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। বিরল প্রজাতির আফ্রিকান টিকওন জাতীয় এ গাছটির রক্ষণবেক্ষণে বনবিভাগ ও স্থানীয়দের এ উদ্যোগ খুবই প্রশংসনীয় নিঃসন্দেহে।