1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কন কনে শীত, পড়ছে তুষার পড়বে সারারাত - মুক্তকথা
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

কন কনে শীত, পড়ছে তুষার পড়বে সারারাত

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৫৭ পড়া হয়েছে
ঝড় বেল্লার প্রভাব কেটে যাওয়ার পর আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে লন্ডন এবং এর দক্ষিণ-পূর্ব এলাকায় তুষারপাত শুরু হয়ে আজ সোমবার এ খবর লিখা পর্যন্ত চলছে। তবে গুড়ি গুড়ি এ তুষারপাত এখনও কোন অঘটনের কারণ হয়নি।

 

কেমডেনের তুষারাবৃত ইউস্টন এলাকা। ছবি: হারুন

 

 

রোববার সারা দিন সূর্য্য দেখা যায়নি এবং কঠিণ ঠাণ্ডা বাতাস জীবনযাত্রাকে বেশ উল্লেখযোগ্য মাত্রায় ব্যাহত করে। সন্ধ্যের দিকে তাপমাত্রা বিয়োগ-১এ চলে গেলে গুড়ি গুড়ি তুষারপাত শুরু হয় এবং রাত ১টা অবদি পড়ছে। এখন রাতের সময় রাজধানী তুষারে আচ্ছাদিত হয়ে গেছে এবং খুবই শীতল অবস্থা বিরাজমান। আবহাওয়ার ঘোষণা, নগরীর দক্ষিণ পূর্ব অঞ্চল ভোরের দিকে ভেজা আবহাওয়া দেখতে পাবে।

 

তুষার আবৃত করে প্রকৃতি সাজিয়েছে। ছবিটি কেমডেন শহরের রাতের ‘মলডেন রোড’ এলাকা। ছবি: হারুন

 

সোমবার, তাপমাত্রা হ্রাস পাবে, বিকেল বেলা এবং সন্ধ্যায় আবারো তুষারপাতের সম্ভাবনা আছে। তারপরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পূর্ব উপকূল বরাবর ঝরনা তুষারে পরিণত হতে পারে।

 


তুষার দিয়ে তৈরী পেঙ্গুইন। ছবি: হারুন

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT