মুক্তকথা সংবাদকক্ষ।। প্রখ্যাত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান গত ২৮ আগষ্ট রাতে চলে গেলেন না ফেরার দেশে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডায়াবিটিস সহ বার্ধক্যজনিত নানা জটীলতা নিয়ে বাসভবনেই ইন্তেকাল করেন তিনি।
প্রচারের আড়ালে থাকা এই লেখক সাংবাদিক দৈনিক সংবাদ ও ইত্তেফাক সহ বহু পত্রিকায় কাজ করেছেন। তিনি একজন জননন্দিত কলাম লেখক ছিলেন। তার কলামের অগণিত পাঠক ছিল। সাহিত্যের জমিনে তাঁর অবদানের জন্য ২১ শে পদক সহ অনেক স্বীকৃতি পেয়েছেন জীবনে। সমাজের একজন মানুষ হিসেবে যেমন ছিলেন মিতভাষী তেমনি মানবিক ও গনতন্ত্রমনা মানুষ ছিলেন।
তার মৃত্যু সাহিত্য, সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তির জগতে যে শূন্যতার জন্ম দেবে তা সহজে পূরন হওয়ার নয়। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।