মৌলভীবাজার অফিস।। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌর জনমিলন কেন্দ্রে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ খ্রীশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানিমানের ২৬৩ তম জন্ম বার্ষিকী পালিত হলো গত শুক্রবার ২০শে এপ্রিল । এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সকল বক্তাগনই মৌলভীবাজারে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের খুবই প্রয়োজনীয়তা উল্যেখ করে সংশ্লিষ্টদের কাছে কলেজ স্থাপনের দাবী তুলেন। সভার শুরুতে মৌলভীবাজারের পরলোকগত হোমিওচিকিৎসকদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হেমিওপ্যাথিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ ছাদিক আহমদ এবং পরিচালনা করেন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ কানুপদ দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সিলেট হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, শিশু বিশেষজ্ঞ ডাঃ এ.কে. জিল্লুল হক, সাংবাদিক বকসি ইকবাল আহমদসহ অনেকেই।
মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট রাজনীতিবীদ, মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট গজনফর আলী চৌধুরীর(৭৬) দাফনকাজ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বেলা দুইটায় মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মরদেহ শনিবার প্রথমে জুলিয়া শপিং সিটি, কেন্দ্রীয় শহীদ মিনার ও শেষমেষ সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১ টায় মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা টাউন ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত। জানাযা শেষে মরহুমের মরদেহ সৈয়দ শাহ মোস্তফা(রহ.)’র মাজারে দাফন করা হয়। এদিকে প্রয়াত গজনফর আলীর মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, বিএনপি’র সাবেক এমপি বেগম খালেদা রাব্বানী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক ছালেহ এলাহী কুটি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
মো. ফরহাদ হোসেন।। মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন করেছে ‘চেতনা’ সাহিত্য সাময়িকী পরিষদ। এ উপলক্ষে কবিতা পাঠের আসর, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান।
‘চেতনা’ সাহিত্য সাময়িকীর প্রকাশক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও অয়েশা জান্নাত পপির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মৌলানা মোফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাহানারা রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, কবি ইদ্রজিৎ দেব, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক নুরে আলম জিকু ও মিনতি দত্ত।
স্বাগত বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক আব্দুল মনাফ, কেতকী রঞ্জন ভট্টাচার্য ও রাজনগর প্রেসক্লাবের সদস্য আহমদউর রহমান ইমরান প্রমুখ। পরে অচিন্ত্য দেব ও মিনতি দত্তের পরিচালনায় মৌলভীবাজার শিল্প কলা একাডেমীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে।