মুক্তকথা সংবাদকক্ষ।। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) “শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বক্তারা করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযত বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নারীরর ক্ষমতায়ন, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নিরাপদ সড়ক, জন্ম নিবন্ধন, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও বাল্য বিবাহ বিষয়ে বক্তব্য রাখেন।
|
প্রধান অতিথির বক্তব্যে রনধীর কুমার দেব বলেন পারিবারিক নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমে আসবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ তৈয়ব আলী, পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনধীর কুমার দেব, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। কর্মশালায় সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মৌলভীবাজার; ডাঃ আলী তানভির আহমেদ, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, শ্রীমঙ্গল।
এছাড়াও প্রেম সাগর হাজরা, ভাইস চেয়ারম্যান, মিসেস মিতালী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রধান শিক্ষকগণ ও এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমাণ্য ৪৩ জন অংশ গ্রহন করেন। সূত্র: এমডি আব্দুস সত্তার, জেলা তথ্য কর্মকর্তা, ২৬ সেপ্টেম্বর, ২০২০ খ্রি: জেলা তথ্য অফিস। |