লণ্ডন।। গণমাধ্যমের খবর। বেশ কয়েকসপ্তাহ আগের। শিহাব উদ্দিন ফারুক (২৩) নামের এক বাংলাদেশী তরুন ইউরোপে স্থায়ী নিবাস গড়ে তোলার লক্ষ্যে লিবিয়া গিয়েছিলেন। সেখানে থেকে ইতালী পাড়ি দিতে গিয়ে ইউরোপের ভূমধ্য সাগরে প্রান হারিয়েছেন। তারই সাথে ছিলেন একই গ্রামের বেলাল নামের অপর একজন। সৌভাগ্যক্রমে বেলাল বেঁচে গিয়ে মৃত শিহাবের খবর তার পরিবার পরিজনদের কাছে জানান।
বেলাল জানান যে এক মঙ্গলবার ৭৬জনের একটি দলে বিয়ানীবাজার ও বড়লেখার অনেক তরুন ছিলেন যারা প্লাস্টিক নৌকায় সমুদ্র পাড়ি দিতে যাত্রা করেন। মাঝপথে রাস্তা হারিয়ে কয়েক ঘন্টা তারা সমুদ্রে ছিলেন, একসময় জ্বালানী ফুরিয়ে গেলে আস্তে আস্তে তাদের প্লাস্টিকের নৌকাটি ডুবে যায়। এই অবস্থায় নিরুপায় আতংকিত সকলে সাগরের পানিতে সাঁতরিয়ে তীরে উঠেন। কিন্তু ফিরে আসেননি শিহাব উদ্দিন ফারুক (২৩)। তিনি বড়লেখা উপজেলার চান্দগ্রামের মাওলানা ইব্রাহিম আলীর পুত্র।