1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে দারুল আজহারের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দারুল আজহারের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ।। শ্রীমঙ্গল, সোমবার ৯ই মাঘ ১৪২৩।। ইসলাম ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল আজহার ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে। রবিবার  দুপুর ১২ টায়, শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ দারুল আজহার ইনস্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল-কলামিস্ট এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বদরুজ্জামান সেলিম। বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আনহার আহমদ শমশাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামুন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রাকিব, বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, মাওলানা এমএ রহিম নোমানী, শেখবাড়ি জামেয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনগউড় সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, এক্সাপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মডেল একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল আলম স্বপন, দারুল আজহার শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস সুবহান, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, মিছবাহ উদ্দিন, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি  থেকে সম্পাতব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হয়। এতে দারুল আজহার ইনস্টিটিউটের প্লে  গ্রুপ থেকে শুরু করে সপ্তম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় স্বতস্ফুর্ত অংশগহণ করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT