শ্রীমঙ্গল থেকে সৈয়দ ছায়েদ আহমদ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের সিগ্যানাল অমান্য করায় কাসেম মিয়া নামের এক ট্রাক চালকে আটক করে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: মোবাশশেরুল ইসলাম ভ্র্যামমান আদালতের মাধ্যমে থাকে এ কারাদন্ড প্রদান করেন। জানাযায়, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে সেভরনের পাশে বালুর ঘাট থেকে অবৈধ্য ভাবে তোলা হ”েছ শ্রীমঙ্গলে বন বিভাগের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: মোবাশশেরুল ইসলাম ঘটনা¯’লে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী দেখে দ্রুতবেগে সিগ্যানাল অমান্য করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটি আটক করে বিপদজনকভাবে গাড়ি চালানোর অপরাধে ট্রাকের চালক কাসেম মিয়া কে ১৫ দিনের জেল জেল প্রদান করা হয়।
নির্বাহী অফিসার মো: মোবাশশেরুল ইসলাম জানান, বন বিভাগের অভিযোগ পেয়ে ঘটনা¯’লে যেতেই ট্রাক চালক তাদের দেখে দ্রুতগতিতে বিপদজনকভাবে ট্রাক নিয়ে পালিয়ে যেতে চাইছিল। এমনকি তাদের তাদেরকেও চাপাদিয়ে পালিয়ে যেতে চাইছিল। এক পর্যায়ে সে ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে খাদে পেলে দেয়। ওই অব¯’ায় তাকে আটক করে বিপদজনকভাবে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া এবং ড্রাইুভং লাইন্সেস না থাকায় ট্রাকের চালক কাসেম মিয়া কে ১৫ দিনের জেল জেল প্রদান করা হয়।