মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম ত্রৈত(ট্রিপলেট) বাচ্চা প্রসব হয়েছে। যেটিকে ইংরেজীতে বলা হয় ‘ট্রিপলেট’। গত রবিবার দুপুরে একই সঙ্গে জন্ম নেয়া তিনটি শিশু এখন পর্যন্ত সুস্থ রয়েছে। শ্রীমঙ্গল হাসপাতালের গাইনি চিকিৎসক ডাঃ রোকসানা পারভিনের তত্বাবধানে মিডওয়াইফ মনি বেগম ও মাম্পি মল্লিক গর্ভবতী মহিলার স্বাভাবিক প্রসব করান। ১৫৫০ গ্রাম ওজন নিয়ে প্রথম নবজাতকের জন্ম হয় গতকাল রবিবার দুপুর ১২.৪০ মিনিটে, ১৫৬০ গ্রাম ওজন নিয়ে দ্বিতীয়টির জন্ম হয় ১২.৫০ মিনিটে এবং ১১০০ গ্রাম ওজন নিয়ে তৃতীয়টির জন্ম হয় ১.০৫ মিনিটে। নবজাতক তিনজনই ছেলে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় এবং শ্রীমঙ্গল হাসপাতালে একসাথে ৩টি সন্তান প্রসব এই প্রথম। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে নবজাতকরা এখনও সুস্থ রয়েছে। |