প্রনীত রঞ্জন দেবনাথ।। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মানুষ্ঠান শ্রী শ্রী শিবরাত্রি মহাব্রত উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে “শৈব যোগী সংঘ” এর উদ্যোগে সোমবার (৪ মার্চ) এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার প্রথমে বিশ্বের শান্তি কামনায় সর্বশক্তিমান পরমেশ্বর শিবের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। প্রার্থনা পাঠ করান শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শ্রীনিবাস দেবনাথ (এম.বি.বি.এস, বেদান্ত, পৌরহিত্য, স্মৃতিতীর্থ)। শোভাযাত্রায় হিন্দু ধর্মের সর্বসÍরের হাজার হাজার ভক্তমন্ডলী অংশগ্রহণ করেন। প্রতিবছরের ন্যায় এবছরও দুইদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত আলোচনা সভা ও শান্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে বলে জানা যায়।
এদিকে শ্রীশ্রী শিবরাত্রি উপলক্ষে পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শৈব যোগী সংঘের উদ্যোগে সন্ধ্যায় অগ্নিহোত্র যজ্ঞ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি সাংবাদিক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে যজ্ঞ সম্পাদন করেন হরিস্মরণ শাখার সভাপতি যোগী শ্রী সুব্রত দেবনাথ। অন্যদিকে সিদ্ধেশ^রপুর শৈব যোগী সংঘের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিশেষ প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।