
বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিপুরুষ, জি এম মাহমুদ মিয়া গতকাল শুক্রবার ২৪ অক্টোবর লন্ডন সময় ভোর ১২.১৪ মিনিটের সময় বার্মিংহামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
উল্লেখ্য যে, একসময়ের কানাডার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জি এম মাহমুদ মিয়া দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন সহ সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি সহ কানাডা মৌলভীবাজার সমিতি ও মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনের একজন অন্যতম পৃষ্টপোষক এবং শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার এর প্রবাসী দাতা ছিলেন। তিনি তার নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। একজন জনপ্রিয় কমিউনিটি নেতা, পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব হিসাবে আজীবন মানুষের জন্য নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে মৌলবীবাজারবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিত এক প্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যিনি সমাজের প্রতিটি স্তরে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাজ্য এ তিন দেশের বাংলাদেশী কমিউনিটির সেবায় অক্লান্ত ও নিবেদিত এ মহান ব্যক্তি স্মরণীয় হয়ে থাকবেন এলাকার মানুষের মাঝে।
তিনি একজন সৎ, মানবিক গুণসম্পন্ন একজন ভালো মানুষ ছিলেন। মৌলভীবাজার জেলার সকল স্তরের মানুষের প্রতি ছিলো আন্তরিক ভালোবাসা। তাঁর মৃত্যুতে কমিউনিটি তথা সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। সাপ্তাহিক মুক্তকথার পক্ষ থেকে আমরা গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।