এমদাদুল হক॥ মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল বিকাল ৩ টা ৩০ মিনিট হতে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নোবেল করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারনে মাস্ক ছাড়া চলাফেরা, লাইসেন্স বিহীন যান চলাচলে জ্যাম সৃষ্টি, বর্জ্যশোধন ইত্যাদি অপরাধ উপেক্ষিত করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩২টি মামলায় ১৮ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দকে সহায়তা করেন বিআরটিএ মৌলভীবাজার কার্যালয়ের মোটরযান পরিদর্শক এবং জেলা পুলিশের একটি দল।
|