লন্ডন: সত্তুর-আশির দশকের ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল ওয়াহেদ মোসাহেদের মাতা শহীদজায়া হাজী লাল বিবি গত ৪ঠা সেপ্টেম্বর সোমবার ২০১৭, যুক্তরাজ্যের লেস্টার শহরে একটি হাসপাতালে পরলোকগমন করেন(ইন্না…রাজেউন)। তিনি বাংলাদেশী বৃটিশ নাগরীক ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী বাংলাদেশী বৃটিশ নাগরীক হাজী মোহাম্মদ উস্তারকে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার অভিযোগে, ১৯৭১ সালের ১৩ই মে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে প্রকাশ্য দিবালোকে মৌলভীবাজারের চাঁদনীঘাট সেতুর উপর দাড় করিয়ে গুলি করে হত্যা করে। তার এক ছেলে ও ৪ মেয়ে বর্তমানে লেস্টার শহরেই বসবাস করছেন। বাংলাদেশের মৌলভীবাজার জেলার হিলালপুর গ্রামে তাদের বাড়ী আছে। লেস্টার শহরের কাছেই তাকে দাফন করা হয়েছে।