সমাবেশ পরবর্তীতে এ্যাড. মঈনুর রহমান মগনুর নেতৃত্বে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। চরম অবহেলার পরও জিডিপির শতকরা ১৪ ভাগ আসে কৃষি থেকে। সার-বীজ, কীটনাশক-সেচ, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়ছে। কৃষকের উৎপাদন খরচ বাড়ছে কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়াতে কৃষকেরা উৎপাদনে উৎসাহ হারাচ্ছে। কৃষিপ্রধান দেশে কৃষকরা আজ অবহেলিত। প্রকৃত কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। এমনকি কৃষক-ক্ষেতমজুররা সরকারি সকল সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই সহজ শর্তে কৃষকদের সকল ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেয়া এবং সারা বছর আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু করাসহ কৃষি ও কৃষক রক্ষায় সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
|