তাবু জলসার দর্শক। ছবি: মুক্তকথা | কাশীনাথ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যায়ের ছাত্রদের তৈরী তাবু ফটক। ছবি: মুক্তকথা |
মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার সদর উপজেলায় গত ৫ মার্চ শুরু হয়ে ৯মার্চ শেষ হয়ে গেলো উপজেলা স্কাউট সমাবেশ। ৫ মার্চ বিকাল ৩টায় সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নেসার আহমদ। এ উপলক্ষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সম্পাদক ও শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম শিপন, জেলা স্কাউট সম্পাদক আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান প্রমূখ শিক্ষকবৃন্দ।
উপজেলা স্কাউট সমাবেশের সমাপণি তাবু জলসার অগ্নিকুণ্ডলিকা। ছবি: মুক্তকথা | সমাপণি তাবু জলসার আয়োজনে দর্শক স্কাউটদল। ছবি: মুক্তকথা |
এবারের স্কাউট সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলার মোট ৩৯ স্কুল ও মাদ্রাসার মোট ৩১২জন স্কাউট ও গার্লস ইন স্কাউট অংশ গ্রহন করে। সমাপণি দিবস ৯মার্চ বেলা ১০টায় স্থানীয় সরকারী স্কুল মাঠে আয়োজিত হয় সমাপণি অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জের মনোনীত মহিলা সাংসদ জহুরা আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারী মহাবিদ্যালয়ের ইংরেজীর প্রভাষক। সভাপতিত্ব করেন শহীদ জিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উপজেলা স্কাউট কমিশনার সেলিনা বেগম। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বাংলাদেশ স্কাউটস-এর সদস্য স্কাউটার হুমাইউন রশীদ ও অন্যান্য সুধিজন।
সমাপনী অনুষ্ঠানের শেষে সর্বমোট ৩৯টি স্কুলকে ক্রেস্ট ও প্রত্যেক স্কাউটকে অংশগ্রহনমূলক সনদ প্রদান করা হয়।