1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সহযোগীসহ সাদ্দাম সর্দার আটক - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সহযোগীসহ সাদ্দাম সর্দার আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৮৪৯ পড়া হয়েছে

আব্দুল ‌ওয়াদুদ, মৌলভীবাজার।। মৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাত সাদ্দাম হোসেন প্রকাশ কাজল মিয়াসহ অপর আরেক সহযোগী সাহেল মিয়াকে আটক করেছে মৌলভীবাজার জেলার মডেল থানা পুলিশ। গেল শনিবার রাত ৩টায় মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ গণমাধ্যমে এক প্রেসজ্ঞিপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত), পরিমল চন্দ্র দেব, ইন্সপেক্টর(অপারেশন্স), মোঃ হুমাযুন কবির, এসআই/জিয়াউলসহ সদর থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে ওই দুজনকে ধরতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি বিদেশী চাকু উদ্ধার করেন তারা। পুলিশ আরো জানায়, ডাকাত সাদ্দাম মৌলভীবাজার মডেল থানাসহ সিলেট জেলার ওসমানীনগর, জৈন্তাপুর, বিশ্বনাথ থানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ৬ টি ডাকাতি মামলা সহ খুন, চুরি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১৩টি মামলা রুজু আছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। পুলিশ আরো জানায়, গত ১ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক মাষ্টার এর বাড়িতে যে ডাকাতির ঘটনা ঘটে তাতে সাদ্দাম’র সম্পৃক্ততা ছিল। ওই ডাকাতি সংঘটনের পর পর পুলিশের বিশেষ অভিযানে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে মোঃ কামাল হোসেন বুলু নামের এক ডাকাত নিহত হয় এবং অপর দুইজন গ্রেপ্তার হয়।

ওই ঘটনাস্থল থেকে ধৃত সাদ্দাম তার সহযোগী ডাকাতদের নিয়ে পালিয়ে যায়। তখনকার ডাকাতির ঘটনায় শতভাগ লুন্ঠিত মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি অস্ত্র, গুলি ও সিএনজি উদ্ধার হয়। গ্রেফতারকৃত ডাকাত সাদ্দাম সদর উপজেলার আত্রাঙ্গীনি এলাকার বাসিন্দা বলে মুঠোফোনে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন। তাদের রোববার আদালতের পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT