পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত’এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ, বকশি মিছবাহুর রহমান প্রমুখ। এর আগে গেল সোমবার ১৬ নভেম্বর পিআইবি কর্তৃক ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার উদ্বোধন করা হয়।
৩ দিনের প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়, অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ে সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সাংবাদিকতার নীতিমালা ও আইন, সংবাদপত্রের ভাষা ও সাংবাদিকতায় তথ্য-উপাত্ত সংগ্রহ করাসহ বহু বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালার প্রথম দিনে অনুসন্ধানমূলক বক্তব্য দেন যমুনা টিভির বিশেষ সাংবাদিক মাহফুজ মিশু ও দ্বিতীয় এবং সমাপনী দিনে অনুসন্ধান রিপোর্টের উপর বিশদ আলোচনায় অংশ নেন নিউইয়র্ক টাইমস্ এর সংবাদ গ্রন্থিকার (স্ট্রিংগার) জুলফিকার আলী মানিক। সভা শেষে প্রশিক্ষনার্থী সাংবাদিককে সার্টিফিকেট প্রদান করা হয়।
|