আহমদ আফরোজ।। মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন গনমাধ্যম কর্মিরা। এমন অবস্থায় মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ছাত্রইউনিয়ন।
![]() |
মঙ্গলবার (৫ মে) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ছাত্রইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ ও সাধারণ সম্পাদক পিনাক দে এর কাছ থেকে কিছু হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত। এ সময় ছাত্রইউনিয়ন জেলা সংসদের সমাজ কল্যান সম্পাদক আব্দুর রাইয়ান শিপু ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর আহবায়ক সজীব চন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে ছাত্রইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠনকে হ্যান্ড স্যানিটাইজার বিবরণ করে আসছে।