মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক এম,এ,সালাম অসুস্থ। গতকাল ২৭ জুলাই তারিখে তাকে মৌলভীবাজার থেকে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে তার ঘনিষ্টজনেরা জানিয়েছেন। তিনি অক্সিজেন স্বল্পতায় ভুগছেন।এদিকে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব তার ফেইচবুকে লিখেছেন আব্দুস সালামের অবস্থার অবনতি ঘটেছে। তাকে সিএমএইচ-এ স্থানান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাংবাদিক আব্দুস সালাম |
এদিকে আজ ২৯জুলাই বুধবার এম,এ সালামের রোগ মুক্তির জন্য মাগরিবের নামাজ শেষে মৌলভীবাজার প্রেস ক্লাবে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সকল সদস্য উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।