1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাম্রাজ্যবাদী গোষ্ঠী নিজেদের পতন ঠেকাতে বিশ্ব মানবসম্প্রদায়কে মহামারির ভয়ানক মিথ্যাচার - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সাম্রাজ্যবাদী গোষ্ঠী নিজেদের পতন ঠেকাতে বিশ্ব মানবসম্প্রদায়কে মহামারির ভয়ানক মিথ্যাচার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫৮৭ পড়া হয়েছে
মুক্তকথা সংবাদকক্ষ।।

বিশ্ব মানব সভ্যতা দু’ভাগ হওয়ার পথে। প্রকাশ্যে দু’ভাগ হওয়া বেশী দূরে নয় বলেই মনে হয়।এমনিতেইতো ছিল এবং এখনও বলতে গেলে আছে। কিন্তু এখনও এ বিভক্তিকে মনের গভীর থেকে বিশ্বের অধিকাংশ মানুষ গ্রহন করে নিতে পারেনি। মানবতার একটি প্রলেপ দিয়ে এখনও টিকিয়ে রেখেছে। সে প্রলেপও এখন আর আগের মত কাজ করছে না। বিশ্ব আন্তর্জাতিকতাবাদও এখন ক্ষতবিক্ষত বহু নামে বিভক্ত। এমন আগেও ছিল কিন্তু সে থাকায় মানবতা ছিল, ছিল সহনশীলতা। কিন্তু এখন তাও লোপ পেতে পেতে ক্ষয়ের শেষ প্রান্তে কোনমতে দাঁড়িয়ে আছে। সামান্যতম ধাক্কা লাগলেই পড়ে যাবে।
বিশ্ব ধনবাদী গুষ্ঠী তথা বস্তাপঁচা সাম্রাজ্যবাদী গোষ্ঠী তাদের পতন ঠেকাতে গোটা দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পুরো প্রায় একটি বছর মানুষের জীবন থেকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। দুনিয়ার দেশে দেশে সকল শাসক ধনিক শ্রেণী একজোট হয়ে মানুষ ঠকানোর এমন হঠকারী কাজ করতে সামান্যতম দ্বিধাদ্বন্দ্বে ভোগেনি। নির্দ্বিধায় লাখো মিথ্যাকথনের বেড়াজাল সৃষ্টি করে এমন প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছে এখনও।
বলছি মহামারি বলে ঘোষিত ‘করোণা ভাইরাস’এর কথা। মানুষের বিশ্ব প্রগতিশীল সমাজ একজোট হয়ে ধনবাদীদের এমন কূকর্মের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে নামছে নতুন সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে। বাকীটা দেখুন ভিডিও খানায়।

[“…Formed under the “Corona Extra-Parliamentary Inquiry Committee,” an alliance of hundreds of doctors and scientists, the “World Doctors Alliance recently held a press conference sharing their views about the coronavirus.An organization made up of well over 500 German doctors and scientists called “Corona Extra-Parliamentary Inquiry Committee” who share the same perception discussed in this article have also created the “World Doctors Alliance.” Not long ago they held a press  sharing their perspective.”]

সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর পতন রক্ষায় তাদের সাথে হাতমিলিয়ে কাজ করেছে তাদেরই পোষা কতিপয় প্রভাবশালী সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমগুলোর সক্রিয় সহযোগীতায় এমন মিথ্যাচার দিয়ে গোটা দুনিয়াকে ধোকা দিতে সক্ষম হয়েছে বিশ্বধনবাদী শাসক-শোষক গোষ্ঠী। তাদের এই মিথ্যাচারকে ঠেকাতে জার্মানীর ৫শত জনের অধিক ডাক্তার ও বিজ্ঞানী নিয়ে গঠিত “Corona Extra-Parliamentary Inquiry Committee” নামের কমিটি করোণা নিয়ে ব্যাপক বিস্তৃত খোঁজাখুঁজির পর যা জানতে পেরেছেন তা’তে তাদের চক্ষু চরকগাছ হয়ে উঠে। তারা ভাবতে শুরু করেন,  কিভাবে এমন বিশ্ব মানব সভ্যতাকে প্রতারিত করার ঘটনাকে দুনিয়ার অধিকাংশ মানুষের মাঝে পৌঁছানো যায়। প্রতিষ্ঠিত বেশীর ভাগ সংবাদ মাধ্যম কেউ বুঝে জেনে আবার অনেকেই ব্যবসার প্রতিযোগীতার স্বার্থে প্রতিযোগীর মিথ্যা প্রচারণাকে মোকাবেলা করতে নিজেদেরকেও একই মিথ্যার সাথে মিলিয়ে নিয়ে একযোগে এগিয়ে গেছেন। এমন অস্বাভাবিক এক বিশ্ব পরিস্থিতিতে তারা গঠন করেন “World Doctors Alliance.” শুরু হয় সত্যকে মানুষের সামনে তুলে আনার কাজ। এক পর্যায়ে এই কিছু দিন আগে উক্ত ‘এলায়েন্স’ আয়োজন করেছিল সংবাদ সম্মেলন। সে সংবাদ সম্মেলনে ওলন্দাজদের দেশ নেদারল্যাণ্ডের  ডাক্তার এল্ক দি ক্লের্ক, যিনি “ডক্টরস ফর ট্রুথ” নামে একটি সংগঠন দাড় করিয়েছেন, তার এই কাজ শুরু করতে গিয়ে, তিনি যে বক্তব্য রেখেছিলেন এখানে পত্রস্ত এই ভিডিওতে তার সে কথা ব্যাখ্যা করে গেছেন।
উপরের এই ভিডিও খানায় সকলেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা খুলামেলা হয়ে বলেছেন। তাদের মতে ‘করোণা ভাইরাস’ আদৌ কোন মহামারী আকারের ভয়ানক ছোঁয়াছে রোগ নয় অন্ততঃ ‘ফ্লু’ এর চেয়ে বেশী মারাত্মক।
বিশ্বের সকল মানুষকে এমন ভয়ানক হারামি ধোকা দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দুনিয়ার প্রায় ৪০হাজার বিজ্ঞানী, ডাক্তার ও প্রায় অর্ধমিলিয়ন ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মানুষ The Great Barrington Declaration. এ স্বাক্ষর করেছেন। এই “গ্রেট বেরিং ঘোষণা” স্পষ্ট ভাষায় দেখিয়েছে যে কোভিড-১৯ ইনফ্লুয়েঞ্জা থেকেও কম ক্ষতিকর। কোনভাবেই এটি মহামারি নয় এবং আমাদের মুখোশ পড়ার কিংবা দূরত্ব বজায় রাখার, স্কুল, ব্যবসা বন্ধ রাখার কোন প্রয়োজন নাই।

বি: দ্র: এই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট ইউটিউবের ভিডিও খানা “হারুনূর রশীদ”, “মনুপারের মানুষ”, “কাশীনাথ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়” প্রভৃতি ফেইচবুকে দেয়া আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT