মামুন রশীদ।। মৌলভীবাজার ৮ জুলাই বুধবার সদর উপজেলার ২ নং মনুমূখ ইউনিয়নের সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুজন মিয়া(৬২)এর নিজ ঘরে সিলিং ফ্যানের রডের সাথে লাইলনের রশি গলায় পেছানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়।
উক্ত ইউনিয়নের মেম্বার সায়েদ আলী জানান সকাল ৯ ঘটিকার সময় কে একজন উনাকে ফোন করে রহস্যজনক এই মৃত্যুর খবর দেয়, খবর শোনে সায়েদ আলী ঘটনাস্থলে এসে সুজন মিয়ার মৃতদেহ রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরই মধ্যে আশপাশের লোকজন খবর পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন দুপুর ১২ ঘটিকায় ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন- “প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তা জানা যাবে হত্যা না আত্মহত্যা।।”