গত মার্চ, ২০২০ মাসে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে সর্বমোট ৮৫টি। মোট মামলার সংখ্যা ছিল ২৩৬টি, এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে মোট ১৭,০৭,৮৫০ টাকা।
গত এপ্রিল, ২০২০ মাসে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে সর্বমোট ১৫৯ টি। মোট মামলার সংখ্যা ছিল ৯২৪ টি এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে মোট ১১,৯৭,৩৬০ টাকা। কারাদণ্ড দেয়া হয়েছে ০১ জনকে।
গত মে ২০২০ মাসে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে সর্বমোট ৯৮ টি। মোট মামলার সংখ্যা ছিল ৫০৩ টি এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে মোট ৪,৮৫,৬০০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ০৫ জনকে।
মৌলভীবাজার জেলার অনেক মানুষ প্রবাসে থাকার কারণে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ছিল অনেক বেশি। তবে জেলা প্রশাসনের সময়োপোযোগী বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যাবলী, অন্যান্য দপ্তরের আন্তরিক সহযোগিতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ ও সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কৃপায় এ জেলার করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবিলা একটা যুদ্ধ, যে যুদ্ধে আমাদের দায়িত্ব ঘরে থাকা। কাজেই জরুরি প্রয়োজন ব্যতীত আপনারা যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। [সংবাদ বিজ্ঞপ্তি]
মোঃ রফিকুল ইসলাম
সহকারী কমিশনার
জে এম শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার। |