মুক্তকথা: লন্ডন।। সারা দেশে প্রায় ৪ লাখ হেক্টর জমির ফসল বানের জলে তলিয়ে গেছে। খাদ্যমন্ত্রী অবশ্য বলেছেন খাদ্য ঘাটতির কোন আশংকা নেই। বিভিন্ন পত্রিকার সংবাদে জানা যায় মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরি এলাকার অধিকাংশ ফসল চলতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার ১৪২টি হাওরের অধিকাংশ ফসল বানের জলের নিচে চলে গেছে।
শুধু কি ফসল, ঢলের জলে হাজার হাজার হাঁস মরেছে, লক্ষ লক্ষ টন মাছ মরে পঁচে বণ্যাক্রান্ত এলাকায় এক অবর্ণনীয় অসহনীয় অবস্থার সৃষ্টি করেছে। ফসলের এমন বিপুল পরিমানের ক্ষয়-ক্ষতিকে পোষাতে গিয়ে শেষমেষ দিশেহারা কৃষককূলকেই পশুর মত হাড়ভাঙ্গা খাটুনি দিতে হবে।
কিছুটা আশার কথা শুনিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, চলতি মৌসুমে ১কোটি ৯১লাখ ৫৩হাজার টন বোরো ফলানোর লক্ষ্যমাত্রা রয়েছে এবং এ পরিমান ফসল ঘরে তোলা সম্ভব। কৃষিসূত্রে খবর, হাওরাঞ্চলে ঘেরা উপরের ৬টি জেলায় এ বছর সোয়া ৮ লাখ হেক্টরের উপরে জমিতে বোরো চাষ করা হয়েছিল যার অর্ধেক ফসলই তলিয়ে গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত ত্রাণ দেবে সরকার।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবল নষ্ট করার কোন কারণ নেই। হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাবাসী সচেষ্ট এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সামর্থ্য রয়েছে।’