1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হায় দিল্লীওয়ালে, আর কত কূকীর্তি দেখাবি? - মুক্তকথা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

হায় দিল্লীওয়ালে, আর কত কূকীর্তি দেখাবি?

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ১১০৭ পড়া হয়েছে

এই সেই গাড়ী। ছবি: ন্যাশনেল হ্যারাল্ড

দিল্লীওয়ালাদের কি হয়েছে? আর কত কূকীর্তি তারা দুনিয়ার মানুষকে দেখাতে চান? এইতো সেদিন দিনে-দুপুরে একটি বাসে কয়েকজন মিলে একটি মেয়েকে ধর্ষণ করলেন। পরে মেয়েটি মারা গেল। এরও আগে এক বিদেশীনিকে ধর্ষণ করলেন। অতি সম্প্রতি আরো দু’জন মহিলা সাংবাদিক অনুরূপ কিছু অপরাধ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। এতোসব আকাম-কুকামের পর এবার করলেন এক মেয়েলোকের সামনে হস্তমৈথুন! হায়রে দিল্লীওয়ালে! ধিক তোমাদের!!
দিল্লীর ন্যাশনেল হ্যারাল্ড-এর খবর। দিল্লী অভিমুখী একটি বাসে এক মহিলার একেবারে সামনে এক বয়স্ক বখাটে হস্তমৈথুন শুরু করে দেয়। মহিলাটি তৎক্ষনাৎ গাড়ীর সতর্ক সংকেত বাজাতে থাকেন। এ দেখে ষণ্ড ওই লোকটি বলে যে- “কেউ তোমার সাহায্যে আসবে না।” এবং সে হস্তমৈথুন করতে থাকে! মহিলাটি তখন ওই ষণ্ডকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে পুলিশে খবর দেয়।
ভীষণ সংকিত ওই মহিলা গাড়ীতে করে কাপাশেড়া থেকে তার বাড়ী সংগমভিহারে ফিরছিল। ঘটনাটি ঘটে মঙ্গলবার ২০শে নভেম্বর রাত সোয়া ৯টায়।
ভয়ঙ্করভাবে মানবিক গুণাবলী ও নৈতিকতা বর্জিত অশালীন ওই অপকর্মের প্রত্যক্ষ ঘটনাসংশ্লিষ্ট সাক্ষী ওই মেয়েটি হিন্দুস্থান টাইমস-এর কাছে বলে যে, বাসটি যাত্রীতে বোঝাই ছিল। কিন্তু কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি। একজন বরং দুর্মর ওই ব্যক্তিতে না মারার জন্য তাকেই অনুরোধ করছিল। এতো যাত্রীর মাঝে একজন অবশ্য তার সাহায্যে এগিয়ে এসেছিলেন তবে শেষাবধি কোন মামলার সাক্ষী হতে অপারগতা প্রকাশ করেন। 
শেষাবদি পুলিশ বাস আটকায় এবং দুর্মর ওই নির্লজ্জকে ধরে নেয়। লোকটির নাম জানা গেছে, মুখেশ রঞ্জন কুমার। সে একজন তাবু দেখাশুনাকারী।
মেয়েটি জানায় সে মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসনে বসে আসছিল। হঠাৎ করেই ওই মানুষটি উঠে দাড়ায় এবং হস্তমৈথুন করতে শুরু করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT