মুক্তকথা সংগ্রহ।। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে। ধরা পড়েছে তাঁর ফুসফুসের সংক্রমন। তবে চিকিৎসা চলছে। আর তা চলছে ভেন্টিলেটারে রেখেই। আজ বুধবার ১৯ অগষ্ট হাসপাতাল বুলেটিনের বরাত দিয়ে সংবাদ সংস্থার এ খবর প্রকাশ করেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা।
বুলেটিন থেকে জানা গেছে বিশেষজ্ঞদের একটি দল তার দিকে খেয়াল রাখছেন। এদিকে, দিনের প্রথম দিকে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইটে জানিয়েছিলেন তার বাবার অবস্থা ভালর দিকে। কিন্তু দিন গড়িয়ে পড়ন্ত বেলায় হাসপাতালের বুলেটিন প্রকাশ হলে জানা যায় তাঁর অবনতির খবর।
উল্লেখ যোগ্য যে গত ৯ অগষ্ট বাড়ীর শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারই কারণে পরের দিন সকালে তাঁকে দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও চিকিৎসাধীন আছেন। তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা
|