মুক্তকথা সংবাদকক্ষ।। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মৌলভীবাজারবাসীর চির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তড়িৎ ব্যবস্থাপনায়, সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগীতা ও জেলা প্রশাসন, মৌলভীবাজার-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনা ভাইরাসে আক্রান্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত, বর্তমান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে AFD এর হেলিকপ্টারটি মৌলভীবাজার ত্যাগ করে গেছে।
জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সকল সদস্য জাতির এ সূর্য সন্তানের নিরাপদ যাত্রা ও রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা যেন খুব দ্রুত তাঁকে আরোগ্য দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সংবাদ বিজ্ঞপ্তি, মোঃ রফিকুল ইসলাম সহকারী কমিশনার