গত কাল বুধবার ৮ই আগষ্ট থেকে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিটের এ আগাম বিক্রি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। টিকিট বিক্রির শুরুর দিন বুধবার কমলাপুর স্টেশনেছিল মানুষের উপচেপড়া ভিড়। আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভিড় আরো বেড়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে মোট ২৬টি কাউন্টার থেকে টিকিট দেয়া শুরু হয়েছে। মেয়েদের জন্য সংরক্ষিত ২টি কাউন্টার রয়েছে।
সকাল আটটা থেকে উক্ত ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাসের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল গত রবিবার। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকিট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে। তথ্যসূত্র- ইত্তেফাক