মুক্তকথা সংগ্রহ।। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর প্রাথমিক বাছাইয়ে মনোনীত করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা মৌলভীবাজারের ১৫ জন সাংবাদিক।
গত বৃহস্পতিবার ৬ অগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৫ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল এর সভাপতিত্বে সাংবাদিকদের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব সহ সভাপতি অশোক কুমার দাশ, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল। জানা গেছে, সাংবাদিক প্রত্যেককে দশ হাজার করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের প্রণোদনা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।[নূরুল ইসলাম শেফুলের ফেইচবুক থেকে]