পান্না দত্ত।। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সরকারী নির্দেশে মৌলভীবাজার জেলায় স্থানীয় জনপ্রশাসনের দ্বারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লক ডাউন নিয়ম ভঙ্গ করার অপরাধ দমনে এবং বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে ১৭ মে ২০২০ এ জেলার বিভিন্ন স্থানে ৩টি অভিযানে মোট ১৪টি মামলায় ৯১০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই জরিমানা আদায়ে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মাধ্যক্ষ দণ্ডবিধি ১৮৬০ধারায় আদায় করেন ৪,৯০০টাকা; রাজনগরের সহকারী ভূমি কমিশনার আদায় করেন দণ্ডবিধি-১৮৬০ ও সড়ক পরিবহন আইন মোতাবেক ২,২০০টাকা; মৌলভীবাজারের সহকারী ভূমি কমিশনার দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক আদায় করেন ৬০০টাকা; একই দণ্ডবিধিবলে জেলা প্রশাসকের কার্যালয় সরাসরি আদায় করেন ২,০০০ টাকা।
এর আগে ১মে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় হয়েছিল ৩৮,০০০ টাকা। ১৬মে আদায় হয়েছিল ৩,৬০০টাকা; ১৬মে ও ১৭মে তারিখে জরিমানা আদায় করা হয় ২,৪৮,৫০০শত টাকা।